আগামী ২৩শে জুন অনুষ্ঠিত হবে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তারপর ২৬শে ঘোষিত হবে ফলাফল সেদিকে লক্ষ রেখেই শনিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে উমাকান্ত স্কুলের স্ট্রং রুম ঘুরে দেখেন, উনার সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান নির্বাচন সংগঠিত হবার ভোট বাক্সগুলিকে এখানে নিয়ে আসা হবে এবং দুটি পার্ট করে একটি রুমে গণনা কেন্দ্র করা হবে। তাছাড়া ৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ৩টি গণনা কেন্দ্র করা হবে বলেও জানান তিনি।



