Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যবিদ্যুৎ নিগমের আচমকা সিদ্ধান্তে দুর্ভোগের শিকার হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিতে আসা রোগীসহ...

বিদ্যুৎ নিগমের আচমকা সিদ্ধান্তে দুর্ভোগের শিকার হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিতে আসা রোগীসহ আত্মীয়-পরিজন

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের আচমকা সিদ্ধান্তে দুর্ভোগের শিকার হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিতে আসা রোগীসহ আত্মীয়-পরিজন। ঘটনা শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। খবরে জানা যায়, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম থেকে শুক্রবার মাইক যোগে প্রচার করা হয় শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সমগ্র তেলিয়ামুড়া জুড়ে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা। কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জন্য বিদ্যুৎ-এর কোন বিকল্প ব্যাবস্থা ছিলনা, ফলে জৈষ্টের কাক ফাটা গরমে হাসপাতালে ভর্তি থাকা এবং চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনদের প্রচন্ডভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে। শনিবার বেলা ১ টা নাগাদ হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে প্রচণ্ড গরমে আসপাশ করছে মুমূর্ষ রোগীরা। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একটি জেনারেটর রয়েছে। কুঁড়ি থেকে পঁচিশ মিনিট এই জেনারেটর চালিয়ে নিজেদের দায়িত্ব খালাস করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর,, হাসপাতালে বৈদ্যুতিক জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল না থাকার কারণেই মূলত এমন বিপত্তি। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রচণ্ড গরমে হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের বারান্দার মেঝেতে বসে থাকা এক আশি ঊর্ধ্বো বৃদ্ধ জানিয়েছেন, হাসপাতালে জেনারেটরের বিদ্যুৎ অল্প কিছুক্ষণের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই জেনারেটর চালিত বিদ্যুৎ বন্ধ হয়ে পড়ে পর্যাপ্ত জ্বালানি তেল না থাকার কারণে। তাই বাধ্য হয়ে হাসপাতালে ইমারজেন্সির বারান্দায় আশ্রয় নিয়েছে বর্তমানে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য