Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যস্বচ্ছ ভারত মিশন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে খোয়াই পুর পরিষদের নাকের ডগায় তৈরি...

স্বচ্ছ ভারত মিশন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে খোয়াই পুর পরিষদের নাকের ডগায় তৈরি হল অবৈধ ডাম্পিং স্টেশন

যেখানে কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত মিশন কে সামনে রেখে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে পরিবেশকে আবর্জনা মুক্ত রাখার চেষ্টা হচ্ছে যাতে করে সমাজে বসবাসকারী জনগণ সেই আবর্জনার দুষ প্রভাব থেকে মুক্ত থাকতে পারে এর পাশাপাশি পরিবেশ যাতে জীবাণুমুক্ত থাকে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। অথচ দেখা গেছে গত কয়েক মাস ধরে স্বচ্ছ ভারত মিশনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে খোয়াই পুর পরিষদের নাকের ডগায় তৈরি করা হয় অবৈধ ডাম্পিং স্টেশন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খোয়াই পুর পরিষদ থেকে 50 মিটার দূরে কবিগুরু পার্ক সংলগ্ন সিপিএমের জেলা সদর কার্যালয়ের নাকের ডগায় তৈরি হল একটি অবৈধ ডাম্পিং স্টেশন। যেখানে বিভিন্ন পলি প্লাস্টিকের বর্জ্য পদার্থ, বিভিন্ন মদের বোতল, বিয়ারের বোতল সহ শহরের বিভিন্ন এলাকা থেকে কুড়িয়ে পাওয়া বর্জ্য পদার্থকে এনে এখানে স্তুপিকৃত করা হচ্ছে। একটি সূত্রে জানা যায় এই অবৈধ ডাম্পিং স্টেশনে প্লাস্টিকের বর্জ্য পদার্থ গুলিকে ফেলার কাজ করছে খোয়াই পুর পরিষদের ময়লা সংগ্রহকারী বিভিন্ন গাড়ি গুলি, এমনকি ওই গাড়ি গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে শহরের বিভিন্ন অলিগলি ও বিভিন্ন পারা থেকে যেসব প্লাস্টিকের বর্জ্য পদার্থ পাওয়া যাবে ঐগুলিকে এখানে এনে ফেলার জন্য। শুধু তাই না শহরের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ছেলে মেয়েরা এই ধরনের প্লাস্টিকের বর্জ্য পদার্থ সংগ্রহ করে বিক্রি করে তাদেরকে বলা হয়েছে তাদের কুরনো জিনিস গুলিকেও যাতে ওই স্থানে ফেলা হয়। এর জন্য একটি অস্থায়ী ঘরও তৈরি করা হয়েছে সেই বর্জ্য পদার্থ গুলিকে রাখার জন্য। কিন্তু এত পরিমাণে বর্জ্য পদার্থ স্তূপীকৃত হবার ফলে সেই বর্জ্য পদার্থ গুলি ছড়িয়ে-ছিটিয়ে রাস্তার মধ্যে চলে এসেছে, এতে করে এলাকার পথচারীদের চলাচলের জন্য ব্যাপক অসুবিধে হচ্ছে। শুধু তাই না এলাকাবাসীর অভিযোগ এই অবৈধ ডাম্পিং স্টেশনে রাখা মহিলা গুলি থেকে বর্ষার সময়ে প্রচুর দুর্গন্ধ বের হয় তখন এই রাস্তা ধরে চলাচল করতে গিয়ে পথচারীদের নাকে রুমাল দিয়ে আসা-যাওয়া করতে হয়। অথচ যেখানে গত আড়াই বছর আগে খোয়াই পুর পরিষদের উদ্যোগে বাড়ি বাড়ি এবং শহরের প্রত্যেকটি দোকান থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ সংগ্রহের প্রকল্প হাতে নিয়ে কাজ করছে। যদিও প্রত্যেক বাড়িঘর ও দোকানের বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য পুর সাফাই কর্মীদের প্রতি মাসে একটি মাশওয়ারা দিতে হচ্ছে, কারণ পুর পরিষদ খোয়াই শহরকে আবর্জনা মুক্ত করে একটি স্বচ্ছ শহরে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু এ কোন ধরনের উদ্যোগ স্বচ্ছ ভারত মিশন কে সামনে রাখে খোয়াই শহরকে আবর্জনা মুক্ত করার নামে শহরে এক প্রান্তে আবর্জনার এক প্রকার ডাম্পিং স্টেশন বানিয়ে রেখেছে বলে খোয়াই বাসীর মন্তব্য। অথচ স্বচ্ছ ভারত মিশন এর অন্তর্গত খোয়াই জেলার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন খোয়াই শহরে। অথচ এই ধরনের দৃশ্য উনার চোখে পড়ছে না বলেও অভিযোগ। অথচ স্বচ্ছ ভারত মিশন কে সামনে রেখে কতইনা নাচানাচি হয়েছিল এক সময়, তাহলে ওইগুলো কি সবই ছিল লোক দেখানোর জন্য প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের জন্য নাকি সবই নাটক বলে অভিমত খোয়াই এর একশ্রেণী বুদ্ধিজীবী মহলের। অথচ দেখা গেছে পুরকর্তার যাতায়াতের পথ এই অবৈধ ডাম্পিং স্টেশন এর সামনে দিয়ে কিন্তু সেই পুরো কর্তাও অজ্ঞাত কারণে এই সব দৃশ্য দেখেও না দেখার ভান করে আসা যাওয়া করেন। আরেকটি সূত্রে জানা যায় অভিজিৎ নামে এক ব্যক্তি ই বর্জ্য পদার্থ গুলি জড়ো করান পুর সাফাই কর্মীদের দিয়ে এবং শেষে সেখান থেকে সংগ্রহ করে অন্য জায়গায় সেই প্লাস্টিক বর্জ্য পদার্থ গুলিকে বিক্রি করেন। এর জন্যই কি খোয়াই পুর পরিষ চুপ করে রয়েছেন। বর্জ্য পদার্থ জড়ো করার জন্য হয়তো ওই ব্যক্তি পুর পরিষদকে কোন মাশওয়ারা প্রদান করেন তাই সব দেখে বুঝে ও পুর পরিষদ না দেখার ভান করে রয়েছে। খোয়াই পুর পরিষদের এ ধরনের কাজের জন্য খোয়াই বাঁশি ব্যাপক ক্ষুব্দ হয়ে রয়েছে বলেও জানা যায়। এই ডাম্পিং স্টেশনে সাথে কি পুর পরিষদ অবৈধ ভাবে জড়িত প্রশ্ন তুলছেন খোয়াইবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য