উপনির্বাচনের ৮নং বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা বুধবার আগরতলার শান্তি পাড়া এলাকায় ডোর টু ডোর প্রচারে বের হলেন সাথে ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল,পুরনিগম এর মেয়র দীপক মজুমদার, ৮নং বিজেপি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা,২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটের রত্না দত্ত সহ অন্যান্য কর্মী সমর্থকরা আগামী ২৩ শে জুন রাজ্যের চারটি বিধান সভা উপনির্বাচনের তারমধ্যে উল্ল্যেখযোগ্য কেন্দ্র হল ৮নং টাউন বড়দোয়ালী ও ৬ আগরতলা তাই বিজেপি দল কোন মতেই বিরোধী দের সামান্য টুকু সুযোগ দিতে চাইছে না ডোর টু ডোর প্রচার কিংবা জনসভার মধ্যে দিয়ে ১০০ শতাংশ এগিয়ে রয়েছে। বুধবার আগরতলার শান্তি পাড়ায় ডোর টু ডোর প্রচারে সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে ৮নং বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মানিক সাহা বলেন জয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত এবং নিজের পাড়ার লোকদের সাথে অনেক দিন পর দেখা করে খুবই ভালো লাগছে ডোর টু ডোর প্রচারে বিপুল সারা পাচ্ছেন তাই এই এলাকার লোকজন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান তিনি।



