Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজীবিকার তাগিদে বাঁশের কুড়ুল নিয়ে বসেছে জনজাতি অংশের মানুষ

জীবিকার তাগিদে বাঁশের কুড়ুল নিয়ে বসেছে জনজাতি অংশের মানুষ


জীবিকার তাগিদে জাতীয় সড়কের পাশে পাহাড় জংগলের সংগ্রহ করা সব্জি ও বাঁশের কুড়ুল নিয়ে বসেছে জনজাতি অংশের মানুষ। যেহেতু জুমের ফসল ঘরে তুলতে আরো কয়েকটি মাস বাকী তাই এখন এই বাঁশ কুড়ুল বিক্রি করে উপার্জন করার চেষ্টা করছে। এমনটাই জানায় উপজাতি যুবক। তেলিয়ামুড়া থেকে প্রায় অনেকটাই দুরে আসাম আগরতলা জাতীয় সড়কের ৩৫ মাইল এলাকা। সেখানে গিয়ে পরক করা গেল উপজাতিরা বিভিন্ন পাহাড়ি সব্জি আনারস ইত্যাদি নিয়ে বসে আছে জাতীয় সড়কের পাশে। আশা একটাই এই পথে যাতায়াত করা ছোট মাঝারী যাত্রীবাহি গাড়ি সহ পন্য বোঝাই লড়িএবং যাত্রী বাহী বাস চালকেরা তাদের কাছ থেকে এগুলো ক্রয় করবে। ফলে দু পয়সা রোজগাড় করে ঘরে ফিরবে। তাদের সংগে আলাপ চারিতায় জানাযায় তাদের আয়ের উৎস বলতে একমাত্র জুম চাষ। যেহেতু জুমের ফসল পড়িপক্ষ হয়ে উঠতে আরও কয়েকটি মাস বাকী। কাজেই এই সময়ে সংসার প্রতিপালনের জন্য বিকল্প পথ হিসেবেই এই বাঁশ কুড়ুল বিক্রি করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য