Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজুমিয়ারাও গ্রামাঞ্চলের কৃষকদের মত অন্নদাতা

জুমিয়ারাও গ্রামাঞ্চলের কৃষকদের মত অন্নদাতা

প্রত্যন্ত এলাকার জুমিয়ারাও গ্রামাঞ্চলের কৃষকদের মত অন্নদাতা। বৈশাখের শুরুতে আংশিক বৃষ্টিপাতের ছোঁয়া পেয়ে প্রত্যন্ত এলাকার জুমচাষের টিলাভূমি উর্বর হয়ে ওঠে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জুমিয়ারা টিলা ভূমিতে জুমের বিভিন্ন রকমের সবজি সহ ধান বীজ রুপন করতে ব্যস্ত। এমনই বাস্তব চিত্র প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন ৪৭ মাইলের মনিজয় রিয়াং পাড়া এলাকায়। এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল জুমিয়ারা জুমের বিভিন্ন কৃষিজ ফসলের বীজ বপন করছে। কথা প্রসঙ্গে এক জুমিয়া রমণী জানান, এবার তারা ধান, জিঙ্গা, খারকল সহ রকমারি সবজির বীজ তারা বপন করছে। সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই নিজেরা উদ্যোগী হয়েই এই জুম চাষ করছেন। কথা প্রসঙ্গে তিনি আরো জানান, তবে এই জুম চাষ করে লভ্যাংশের মুখ দেখা যায় জুমের কৃষিজ ফসল গুলি বাজারজাত করে। জুম চাষই তাদের একমাত্র রুটি-রুজির সম্বল। আগামী দিন এই জুম চাষকে আরো প্রসারিত করার উদ্যোগ নেবেন বলে ওই জুমিয়া রমণী আশা ব্যক্ত করেন। তিনি জানালেন, এই জুমের ফসল তারা ঘরে তুলবেন আগামী বাংলা ভাদ্র মাসে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য