সোমবার আসন্ন উপনির্বাচনে ৮ বড়দোয়ালী কেন্দ্র থেকে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, কিন্তু এর আগে তিনি রাজধানীর বিভিন্ন মন্দিরগুলোতে পরিদর্শন করেছেন এবং উপনির্বাচনে দলকে সম্মানজনক ফলাফল যেন দিতে পারেন তার কামনা করেছেন। তাছাড়া এদিন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে রাজ্যবাসী মঙ্গল কামনা করেছেন, তার পাশাপাশি উপনির্বাচনে যেন জয়ের মারজিন বাড়াতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। মন্দির পরিদর্শনের পর সুসজ্জিত বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য চা নিগমের চেয়ারম্যান শংকর সাহা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহধর্মিনী নীতি দেবসহ প্রদেশ বিজেপি অন্যান্য নেতৃত্বরা। একইসাথে এদিন 6 আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক রামপদ জমাতিয়াসহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন ডক্টর অশোক সিনহা সংবাদমাধ্যমকে বলেন আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে তিনি ১০০% নিশ্চিত। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণদেবতাদের কাছে গিয়ে তাদের আশীর্বাদ চাইবেন এই নির্বাচনে যেন তিনি বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যবাসীর সেবা করার যেন সুযোগ পান। এ দিনের মিছিলে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



