জিবি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে সদ্য জন্ম নেওয়া এক শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের। জানা যায় মঙ্গলবার রুপা দাস নামে এক গৃহবধূকে জিবি হাসপাতালে ভর্তি করান গর্ভবতী অবস্থায় পরে ওই গৃহবধূ বুধবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলে আই সিউতে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্মরত জুনিয়র ডাক্তারদের গাফিলতির কারণেই ওই কন্যা সন্তানের মৃত্যু হয় বলেই তার বাবা অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে পড়ে মৃত শিশুটির ছবি তুলতে সাংবাদিকরা জুনিয়র ডাক্তাররা ছবি তুলতে বাধা দেয় তাদের বক্তব্য ছবি তোলা যাবে না, প্রতিনিয়তই এই ধরনের অভিযোগ আসছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে তা হলে রাজ্যের জনগন কোথায় গিয়ে চিকিৎসা পরিযেবা পাবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে।