Saturday, October 18, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া পুরপরিষদের উদ্যোগে মহিলাদের দ্বারা পরিচালিত স্বসহায়ক দলের এক দিনের ওরিন্টেশন প্রোগ্রাম

তেলিয়ামুড়া পুরপরিষদের উদ্যোগে মহিলাদের দ্বারা পরিচালিত স্বসহায়ক দলের এক দিনের ওরিন্টেশন প্রোগ্রাম

ত্রিপুরা আর্বান লাইভলিহড মিশনের সহায়তায় এবং তেলিয়ামুড়া পুরপরিষদের উদ্যোগে মহিলাদের দ্বারা পরিচালিত সসহায়ক দলের এক দিনের ওরিন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয় বুধবার। স্থানীয় চিত্রাংগদা কলাকেন্দ্র তথা টাউন হলে বেলা ১২ টায় শুরু হয় কর্মসূচি। উক্ত অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, পুর পরিষদের ডেপুটি সি ই ও শির্ষেন্দু দেববর্মা সহ অন্যান্যরা।এদিনের এই এক দিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা বলেন, মহিলারা শক্তিশালী হবে যখন তাদের হাতে অর্থ আসে বা আর্থিক ভাবে সচ্চল থাকে । আর অর্থ থকলেই স্বনির্ভর হবে। মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে এই স্ব-সহায়ক দল বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এক দিনের এই কর্মশালায় তেলিয়ামুড়ার মোট ১৫৯ টি স্ব-সহায়ক দলের সদস্যরা অংশগ্রহন করে বলে জানান উদ্যোক্তারা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য