প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প। উদ্দেশ্যে প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া অর্থাৎ জল সমস্যা অতিদ্রুত নিরসন করা। এই উদ্দেশ্য’কে সামনে রেখে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল বুধবার তেলিয়ামুড়া পৌর পরিষদের ১নং ওয়ার্ড পরিদর্শনে যান। এ প্রসঙ্গে বিধায়িকা জানিয়েছেন, তেলিয়ামুড়া পৌর পরিষদের ১নং ওয়ার্ড এলাকার কিছু কিছু অংশে জলের সমস্যা রয়েছে। সেই সঙ্গে তেলিয়ামুড়া ব্লকের প্রত্যন্ত এলাকা বলে পরিচিত কেরলেং,কাইপেং পাড়া এলাকা গুলোতে কিছু কিছু জলের সমস্যা রয়ে গেছে। ওই সব সমস্যা গুলো অতিদ্রুত নিরসনের জন্য তিনি বুধবার প্রসাশনের প্রতিনিধি দলে’কে নিয়ে এলাকা গুলো সরোজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সমস্যা নিরসনের জন্য নির্দেশ দেন প্রশাসনের ওই প্রতিনিধি দলটিকে।