দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনাধীন বিগত ৮ বছরে তিনি গরিব শ্রেণীর মানুষদের জন্য যে প্রকল্প বাস্তবায়ন করেছেন তার প্রতি ধন্যবাদ জানিয়ে আজ মঙ্গলবার প্রদেশ বিজেপি সদর কার্যালয় থেকে রাজধানীর পথ কাঁপানো ধন্যবাদ মিছিল সংগঠিত করা হয়। এদিনের মিছিল থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিরোধীদের এক প্রকার হুংকার দেওয়া হয়। তার পাশাপাশি রাজ্যের মা-বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইতিমধ্যে রাজ্যে ঘোষিত হয়েছে চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিনক্ষণ। তাই এদিনের মিছিল থেকে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে সংঘটিত হতে চলা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে রাজ্যের উন্নয়নের অগ্রগতির স্বার্থে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। তাছাড়া দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব পরিবারের লোকেদের জন্য যে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ উজ্জ্বলা যোজনা, আবাস যোজনা, অটল পেনশন যোজনা, জীবন সুরক্ষা বীমা যোজনা ইত্যাদি। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক কৃষ্ণধন দাস, প্রদেশ যুব মোর্চার প্রভারি টিংকু রায়, প্রদেশ যুব মোর্চা সভাপতি নবাদল বণিক, এবং প্রদেশ যুব মোর্চা সহ-সভাপতি ভিকি প্রসাদ সহ অন্যান্য নেতৃত্বরা।