জাতীয় জীবন জীবিকা মিশনে গত অর্থবছরে পদ্মবিল ব্লকের বিভিন্ন ভিলেজে ২৮ জন জনজাতি সুবিধাভোগীকে শূকর পালনের জন্য সহায়তা করা হয় । এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীকে ৪ টি করে শূকরের ছানা সহ শূকর পালনের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় । এতে প্রত্যেক সুবিধাভোগীর জন্য ব্যয় হয় ২৯ হাজার টাকা । পদ্মবিল ব্লক প্রাণীসম্পদ বিকাশ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।