Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যনির্বাচনে অংশগ্রহণের সচেতনতায় করবুকে বাইসাইকেল প্রতিযোগিতা

নির্বাচনে অংশগ্রহণের সচেতনতায় করবুকে বাইসাইকেল প্রতিযোগিতা

ভোটারদের নাম নথিভুক্তকরণ , বাতিলকরণ , সংশোধন সহ স্থানান্তকরণ বিষয়ে সচেতন করা এবং নির্বাচনে অংশগ্রহণ করানোর অঙ্গ হিসাবে বার্ষিক সচেতনতা প্রচারাভিযান উপলক্ষে গত ২৭ মে করবুক মহকুমায় এক বাইসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে এই বাইসাইকেল প্রতিযোগিতা জলায়া ভিলেজস্থিত বাসিচন্দ্র পাড়া উচ্চতর ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে করবুক বাজারে এসে সমাপ্ত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক মহকুমা শাসক পার্থ দাস , করবুক ব্লকের বিডিও ডেভিড হালাম , ডিসিএম বিজিত দেববর্মা , মহকুমা ক্রীড়া আধিকারিক হৃতেশ শীল প্রমুখ ৷ প্রতিযোগিতা শেষে অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের হাতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন ৷ এই বাইসাইকেল প্রতিযোগিতায় মোট ১২ জন অংশগ্রহণ করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য