বিশালগড় ব্লকের বিষ্ণুমাতা স্বসহায়ক ভিলেজ ফেডারেশনের মাধ্যমে চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে একটি স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয় । ত্রিপুরা লাইভলিহুড মিশনে ৮ লক্ষ টাকা ব্যয়ে এই কেন্দ্রটি গড়ে তোলা হয় । কেন্দ্রটির উদ্বোধন করে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন , রাজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকেন্দ্র গঠনের মধ্য দিয়ে রাজ্যের মহিলা স্বসহায়ক দলগুলিকে আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার প্রথম থেকেই কাজ করছে । রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা । গ্রামীণ মহিলারা আত্মনির্ভর হলে রাজ্যও উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাবে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি বলেন , জেলার স্বসহায়ক দলগুলি গত ৩-৪ বছরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেছে । মহিলাদের স্বশক্তিকরণে এই স্বসহায়ক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সামাজিক ন্যায়বিচার স্থায়ী কমিটির সভাপতি শান্তা দাস , অতিরিক্ত জেলাশাসক সৌমিত্র গঙ্গোপাধ্যায় , বিশালগড় ব্লকের বিডিও অমিত কর্মকার , বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দেব প্রমুখ । অনুষ্ঠানে বিষ্ণুমাতা স্বসহায়ক দল ভিলেজ ফেডারেশন ও দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল ফেডারেশনের মধ্যে পণ্যের আদান প্রদান নিয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া ভৌমিক ।



