Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলডিএম কলোনী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির

ডিএম কলোনী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির

ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন রাজকান্দী উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন ডিএম কলোনী অঙ্গনওয়াড়িকেন্দ্রে গত ২৫ মে এক স্বাস্থ্য শিবির এবং মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে ২১ জন এলাকাবাসীকে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় এবং ছয় জন শিশুকে ও চার জন মাকে রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় । এদের মধ্যে জ্বরের উপসর্গ ছিল চার জনের , পেটের সমস্যা ছিল তিন জনের , সর্দি কাশি ছিল এক জনের । এই শিবিরে স্বাস্থ্যকর্মীগণ ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে বাড়িঘরের চারপাশ পরিষ্কার রাখা , মশারী ব্যবহার করা , ঘরের ভেতর ডিডিটি স্প্রে করা , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের আয়রন ট্যাবলেট খাওয়ার গুরুত্ব , যক্ষ্মারোগ ও কুষ্ঠরোগ প্রতিরোধের উপায় , তামাকের কু – প্রভাব ও ক্ষতিকারক দিক , বয়ঃসন্ধিকালীন সময় বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ , অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও তৃণমূল হালাম , আশা ফেসিলিটেটর , অঙ্গনওয়াড়িকর্মী ও এলাকার আশাকর্মী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য