রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার রাণীরবাজার বিদ্যামন্দির উচ্চমাধ্যমিক বিদ্যালয় , রাণীরগঞ্জ বালিকা বিদ্যালয় এবং শিশু নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশের দোকানগুলি এবং রাণীরবাজারের বাজার এলাকায় গত ২৪ মে তামাক বিরোধী কর্মসূচি করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এনপিসিডিসিএস ডা : ভাস্কর রায় বিশ্বাস , তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের নোডাল অফিসার ডা : মৌমিতা সূত্রধর , পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট অম্লান দেব , পশ্চিম ত্রিপুরা জেলার ডিইও অমিতাভ রুদ্র পাল , পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট ফিন্যান্স এবং লজিস্টিক কনসালটেন্ট অরিজিত দাস , পশ্চিম ত্রিপুরা জেলার ডিইও রামু সাহা , জিরানীয়া ব্লকের বিদ্যালয় পরিদর্শক শুনাম উদ্দিন , রাণীরবাজার থানার অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর চন্দন দেবনাথ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকগণ । কর্মসূচিতে তামাক নিয়ন্ত্রণে সিওপিটিএ আইন সম্পর্কে সকলকে অবহিত করে প্রচারপত্র বিলি করা হয় । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



