Saturday, March 15, 2025
বাড়িখবররাজ্যভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতার উদ্বোধন

ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতার উদ্বোধন

রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে সরোজ চৌধুরী স্মৃতি মঞ্চে গতকাল ২৫ তম ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে । শিশু ও কিশোরদের এই নাট্য প্রতিযোগিতা আগামী ২৯ মে পর্যন্ত চলবে । উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী বলেন , আজকের যারা শিশু তারাই আগামীদিনের ভবিষ্যৎ । শিশুদের প্রকৃতি মাটির মতো । লেখাপড়ার সাথে সাথে সংগীত , নাটক , নৃত্য ও আবৃত্তির মতো সৃজনশীল কাজে শিশু ও কিশোররা যতবেশি যুক্ত হবে ততই আমাদের সমাজ সমৃদ্ধ হবে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত ভীষ্মদেব ভট্টাচার্য’র সহধর্মিনী মীরা ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন । নাটক প্রতিযোগিতার প্রথমদিনে বাধারঘাটের হামটি ডামটি নাট্য বিদ্যালয় মঞ্চস্থ করে ‘ ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে ‘ । প্রতিযোগিতায় ৯ টি নাট্যদল অংশ নিয়েছে ।t

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য