রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে সরোজ চৌধুরী স্মৃতি মঞ্চে গতকাল ২৫ তম ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে । শিশু ও কিশোরদের এই নাট্য প্রতিযোগিতা আগামী ২৯ মে পর্যন্ত চলবে । উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী বলেন , আজকের যারা শিশু তারাই আগামীদিনের ভবিষ্যৎ । শিশুদের প্রকৃতি মাটির মতো । লেখাপড়ার সাথে সাথে সংগীত , নাটক , নৃত্য ও আবৃত্তির মতো সৃজনশীল কাজে শিশু ও কিশোররা যতবেশি যুক্ত হবে ততই আমাদের সমাজ সমৃদ্ধ হবে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত ভীষ্মদেব ভট্টাচার্য’র সহধর্মিনী মীরা ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন । নাটক প্রতিযোগিতার প্রথমদিনে বাধারঘাটের হামটি ডামটি নাট্য বিদ্যালয় মঞ্চস্থ করে ‘ ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে ‘ । প্রতিযোগিতায় ৯ টি নাট্যদল অংশ নিয়েছে ।t