কাঁঠালিয়া কৃষি মহকুমায় ১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সব্জি চাষে সহায়তা দেওয়া হবে । এতে কৃষি মহকুমার ২০ হেক্টর জমি গ্রীষ্মকালীন সব্জি চাষের আওতায় আসবে । এজন্য ব্যয় হবে ৫ লক্ষ টাকা । কৃষকদের বেগুন , লঙ্কা , বরবটি , মুখী , শশা , কচু ও আদা চাষে সহায়তা দেওয়া হবে । কাঁঠালিয়া কৃষি মহকুমা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।