রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই একের পর এক উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে গোটা রাজ্য তৎসঙ্গে তেলিয়ামুড়া শহরও। এক কোটি এগারো লক্ষ তেইশ হাজার টাকা ব্যায়ে নির্মিত হবে তেলিয়ামুড়া মহা শ্মশানঘাটে বিদ্যুৎ চুল্লি স্থাপনের জন্য রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় মঙ্গলবার জায়গা পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে বিধায়িকা’র সাথে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার,পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোলক্ত জমাতিয়া সহ এই নির্মাণ কাজের বরাত পাওয়া ঠিকাদার হারান দাস সহ অন্যান্য’রা। এ প্রসঙ্গে বিধায়িকা জানিয়েছেন, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়কালে এই কাজের জন্য বরাত দেওয়া হয়েছিল এবং অর্থ মঞ্জুর করা হয়েছিল। ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার এবং টেন্ডার হয়ে গেছে। মঙ্গলবার জায়গা পরিদর্শন করে জায়গার পরিমাপ করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটে বিদ্যুতিক চুল্লি বসানো হলে তেলিয়ামুড়া বাসীর যেমন সুবিধা হবে ঠিক তেমনি শবদেহ সৎকার করতে মানুষজনদের সময়ও বাঁচবে।।



