Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম চাম্পামুড়া গ্রামপঞ্চায়েতে এমজিএন রেগায় ১৪,৪১৮ শ্রমদিবস সৃষ্টি

পশ্চিম চাম্পামুড়া গ্রামপঞ্চায়েতে এমজিএন রেগায় ১৪,৪১৮ শ্রমদিবস সৃষ্টি

পুরাতন আগরতলা ব্লকের পশ্চিম চাম্পামুড়া গ্রামপঞ্চায়েতে গত অর্থবছরে এমজিএন রেগায় ১৪ হাজার ৪১৮ শ্রমদিবস সৃষ্টি হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ২৮ লক্ষ ৪৬১ টাকা । রূপায়িত হয়েছে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি । তাছাড়া স্বচ্ছভারত মিশন – গ্রামীণ প্রকল্পে গত অর্থবছরে গ্রামপঞ্চায়েতের ৮ টি পরিবারকে বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৯৬ হাজার টাকা । মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় বিভিন্ন প্রকল্পে এই গ্রামপঞ্চায়েতে ১১৭ টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে । পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকুল্যে গত অর্থবছরে ৭০ মিটার রাস্তা সংস্কার করা হয়েছে । এতে ব্যয় হয়েছে ৮১ হাজার ৬৬৬ টাকা । তাছাড়া ৫১ মিটার পাকা ড্রেইন নির্মাণ করা হয় । ব্যয় হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ২১৩ টাকা । তাছাড়া গ্রামপঞ্চায়েতের ফিল্টার ওয়াটার ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে ২ টি । এতে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ১৩৮ টাকা । পশ্চিম চাম্পামুড়া গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য