২০২২ শিল্পী সংগঠনী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আগামী ২৫ মে থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা -২০২২ শুরু হবে । শিশু – কিশোরদের এই নাট্যোৎসব আগামী ২৯ মে পর্যন্ত চলবে । ২৫ তম রাজ্যভিত্তিক এই নাটক প্রতিযোগিতায় ৯ টি নাটক মঞ্চস্থ হবে । এবারের নাটক প্রতিযোগিতায় মেলাঘর , উদয়পুর , খোয়াই এবং আগরতলার বিভিন্ন নাট্যদল অংশ গ্রহণ করবে । উদ্বোধনী সন্ধ্যায় একটি নাটক মঞ্চস্থ হবে । প্রথম নাটক উত্তর বাধারঘাটের হামটি ডামটি নাট্য বিদ্যালয়ের উপস্থাপনা ‘ ইয়ে দোস্তি হাম নেহী তোরেঙ্গে । ২৬ মে আগরতলার মুসাফির নাট্যদলের উপস্থাপনা ‘ আদর্শ ’ এবং মেলাঘরের চলো নাটক করি নাট্যদল নাটক উপস্থাপন করবেন ‘ ডি ডার্ক এইজ ’ । ২৭ মে উদয়পুরের সংকল্প নাট্যদল ‘ চিত্রপট ’ লিটল ড্রামা গ্রুপ নাট্যদল ‘ রাজকন্যা কঙ্কাবতী ’ এবং মুক্ত প্রতিভা নাট্যাঙ্গণ নাট্যদল ‘ শেষ নৃত্য ’ নাটক উপস্থাপন করবেন । ২৮ মে সন্ধ্যায় খোয়াই -এর উত্তরণ নাট্যাঙ্গণ নাট্যদল ‘ স্বপ্নের বিশ ’ , আগরতলার ত্রিবেনী নাট্যম নাট্যদল ‘ রাম্পেল স্টিলকিন ’ এবং পটভূমি নাট্যদল ‘ চোর ভাগনেসে আকল খুলত্যা হ্যায় ’ নাটক উপস্থাপন করবেন । ২৯ মে সন্ধ্যায় নাটক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে ।



