সিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা গত ২১ মে অনুষ্ঠিত হয় । বিশ্রামগঞ্জস্থিত জিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা । সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , স্থায়ী কমিটির সদস্য ও সদস্যাগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ । সভায় মৎস্য দপ্তরের প্রতিনিধি জানান , জেলায় চলতি অর্থবছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৮ হাজার ১৭৫ টি পরিবারকে মৎস্য চাষে সহায়তা দেওয়া হবে । এজন্য ব্যয় হবে ৬৭ লক্ষ ৩৫ হাজার টাকা । জেলায় গত অর্থবছরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ৭৩ জন মৎস্যচাষীকে জলাশয় সৃষ্টি করে দেওয়া হয়েছে । এতে ১৯ হেক্টর জলাশয় মৎস্য চাষের আওতায় এসেছে । তাছাড়া জেলায় গত অর্থবছরে ৬ জন মৎস্যচাষীকে বায়োফ্লক পদ্ধতিতে মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৫ লক্ষ ৮১ হাজার টাকা । সভায় কৃষি দপ্তরের প্রতিনিধি জানান , জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৬৪৫ জনকে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে । তাছাড়া আরও ১১ হাজার ১২১ জন কৃষককে চলতি অর্থবছরে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে । জেলায় আমন ধান চাষের জন্য কৃষকদের মধ্যে ২০০ মেট্রিকটন বীজ সহায়ক মূল্যে বিতরণ করা হয়েছে ।



