Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সামাজিক ন্যায় বিচার বিষয়ক স্থায়ী কমিটির সভা

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সামাজিক ন্যায় বিচার বিষয়ক স্থায়ী কমিটির সভা

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সামাজিক ন্যায় বিচার বিষয়ক স্থায়ী কমিটির এক সভা গত ২১ মে অনুষ্ঠিত হয় । জিলা পরিষদের সভাগৃহে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি পাপিয়া দাস ( নন্দী ) । সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব , কমিটির অন্যান্য সদস্য – সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা কার্যালয়ের আধিকারিক জানান , প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় পশ্চিম জেলায় এখন পর্যন্ত ২৪ হাজার ৫৪৭ জন প্রসূতি মাকে তিনটি কিস্তিতে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । ৩৩ টি সামাজিক ভাতা প্রকল্পে জেলার ৮৪ হাজার ২১০ টি পরিবারের সদস্য ভাতা পাচ্ছেন । মুখ্যমন্ত্রী মাত্র পুষ্টি উপহার যোজনায় এখন পর্যন্ত জেলার ১,২০০ জন গর্ভবতী মহিলাকে ৫০০ টাকা করে ৪ টি কিস্তিতে ২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় এখন পর্যন্ত জেলার ১০৪৯ টি পরিবারকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক আরও জানান , আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে সারা দেশের সাথে রাজ্যেও দিব্যাঙ্গজনদের মধ্যে এক দেশ এক সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হয়েছে । জেলায় এখন পর্যন্ত ১,০০০ দিব্যাঙ্গজনকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে । আগামী ২৭ জুলাই পর্যন্ত এই কাজ চলবে । সভায় মহিলা কমিশন ও অভয়জলজীবন মিশন অম্পি ব্লকে ৪৫ টি মিনি ডিপটিউবওয়েল মিশনের প্রতিনিধি বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য