পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সামাজিক ন্যায় বিচার বিষয়ক স্থায়ী কমিটির এক সভা গত ২১ মে অনুষ্ঠিত হয় । জিলা পরিষদের সভাগৃহে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি পাপিয়া দাস ( নন্দী ) । সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব , কমিটির অন্যান্য সদস্য – সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা কার্যালয়ের আধিকারিক জানান , প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় পশ্চিম জেলায় এখন পর্যন্ত ২৪ হাজার ৫৪৭ জন প্রসূতি মাকে তিনটি কিস্তিতে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । ৩৩ টি সামাজিক ভাতা প্রকল্পে জেলার ৮৪ হাজার ২১০ টি পরিবারের সদস্য ভাতা পাচ্ছেন । মুখ্যমন্ত্রী মাত্র পুষ্টি উপহার যোজনায় এখন পর্যন্ত জেলার ১,২০০ জন গর্ভবতী মহিলাকে ৫০০ টাকা করে ৪ টি কিস্তিতে ২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় এখন পর্যন্ত জেলার ১০৪৯ টি পরিবারকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক আরও জানান , আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে সারা দেশের সাথে রাজ্যেও দিব্যাঙ্গজনদের মধ্যে এক দেশ এক সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হয়েছে । জেলায় এখন পর্যন্ত ১,০০০ দিব্যাঙ্গজনকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে । আগামী ২৭ জুলাই পর্যন্ত এই কাজ চলবে । সভায় মহিলা কমিশন ও অভয়জলজীবন মিশন অম্পি ব্লকে ৪৫ টি মিনি ডিপটিউবওয়েল মিশনের প্রতিনিধি বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন ।



