জলজীবন মিশনে গত অর্থবছরে অম্পি ব্লকের ২২ টি ভিলেজে পানীয়জলের উৎস সৃষ্টির জন্য ৪৫ টি মিনি ডিপটিউবওয়েল খনন করা হয়েছে । তাছাড়া আরও ৬৯ টি মিনি ডিপটিউবওয়েল খননের কাজ চলছে । এই মিশনে ব্লকে ১৫ টি আয়রন রিম্যুভাল প্ল্যান্ট স্থাপনের কাজও চলছে । জলজীবন মিশনে ব্লকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৭৯ টি বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সহকারি বাস্তুকার দিব্যসাধন জমাতিয়া এই সংবাদ জানিয়েছেন ।



