মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় গত অর্থবছরের রবি মরশুমে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে ৮,৩৩৫ জন কৃষককে বীমার আওতায় আনা হয়েছে । এরমধ্যে পুরাতন আগরতলা ব্লকে ৫০০ জন , জিরানীয়া ব্লকে ১,৫৯৯ জন , বেলবাড়ি ব্লকে ৬৬৫ জন , ডুকলি ব্লকে ২,৫০৪ জন , মান্দাই ব্লকে ২১১ জন , বামুটিয়া ব্লকে ১,১০০ জন , মোহনপুর ব্লকে ১,৪৭৩ জন ও হেজামারা ব্লকে ২৮৩ জন কৃষককে বীমার আওতায় আনা হয়েছে । এরফলে জেলার ১,৩৩৩৬ হেক্টর জমি বীমার আওতায় এসেছে । জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে



