মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনাউপজাতি গিরিবাসী অংশের কচিকাঁচারা বঞ্চিত পুষ্টি প্রকল্প থেকেয় চলতি অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলায় সবজি ও অর্থকরী ফসল চাষে সহায়তা দেওয়া হচ্ছে । জেলায় এই যোজনায় ২৫ হাজার ৪০৪ টি পরিবারকে সহায়তা দেওয়া হবে । জেলার মোহনপুর , জিরানীয়া , ডুকলি , হেজামারা , মান্দাই , লেফুঙ্গা , বামুটিয়া , পুরাতন আগরতলা ও বেলবাড়ি ব্লকে সুবিধাভোগী পরিবারগুলিকে পেঁপে , লেবু ও সুপারি চাষে সহায়তা দেওয়া হবে । জেলা উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



