বামুটিয়া ব্লকে ৫ হাজার ৩৭৫ জন বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন । এরমধ্যে বার্ধক্য ভাতা পাচ্ছেন ২,০৬৭ জন , বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা পাচ্ছেন ১,৬২৬ জন ও কন্যা সন্তান প্রকল্পে ভাতা পাচ্ছেন ৬০৯ জন । তাছাড়াও ১৭ জন ১০০ শতাংশ দৃষ্টিহীন , ১৭১ জন দিব্যাঙ্গজন , ৪৮২ জন গৃহ পরিচারিকার , ৬৮ জন কাঠমিস্ত্রি , ৬১ জন লোকশিল্পী , ১৫ জন মৃৎ শিল্পী , ৫ জন কামার , ১৯ জন এইচ আই ভি রোগী , ৪৩ জন তাঁত শিল্পী ও ১৯ জন বিড়ি শ্রমিক ভাতা পাচ্ছেন । অন্যান্য ভাতা পাচ্ছেন ১২৩ জন । মোহনপুর সুসংহত নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



