জিরানীয়া ব্লকের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে গত অর্থবছরে এমজিএন রেগায় ২৭ হাজার ৩০৭ শ্রমদিবসের সৃষ্টি হয়েছে । এই কর্মসূচিতে ২১ টি কৃষি জমি সমতলকরণ , ২ টি জলসেচের উৎস নির্মাণ , মৎস্যচাষের জন্য ১ টি জলাশয় খনন ও ৪ টি বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে । এতে মোট ব্যয় হয়েছে ৫৪ লক্ষ ১০ হাজার ২২০ টাকা । তাছাড়া কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছ ভারত মিশনে ২১ টি পরিবারকে বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণ করে দেওয়া হচ্ছে । ১৩ টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে পাকা আবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে । জল জীবন মিশনে ২৪৭ টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে ৪২ জন কৃষককে বছরে ৬,০০০ টাকা করে সহায়তা করা হচ্ছে । কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



