আমবাসায় প্রস্তুতি সভা যথাযোগ্য মর্যাদায় আগামী ২৬ মে আমবাসা মহকুমাভিত্তিক নজরুল জন্মজয়ন্তী আমবাসা টাউনহলে উদযাপন করা হবে । এই উপলক্ষে গত ১৮ মে আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সনের অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন আমবাসা পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয় স্থায়ী কমিটির সভাপতি সুমন দেবনাথ । সভায় সিদ্ধান্ত নেওয়া হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের ধলাই জেলা কার্যালয় এবং আমবাসা পুর পরিষদের যৌথ উদ্যোগে ২৬ মে সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমবাসা টাউনহলে মহকুমাভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হবে । অনুষ্ঠানের শুরুতে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে । সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । আমবাসা মহকুমার ৩ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন । এছাড়া আমবাসা মহকুমার ৯ টি সাংস্কৃতিক সংস্থা ও সংগীত বিদ্যালয়ের শিল্পীরা নৃত্য , সংগীত ও আবৃত্তি পরিবেশন করবেন । প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আমবাসা মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশুরঞ্জন দেববর্মা , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব , বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ পুর পরিষদের সদস্য ও সদস্যাগণ ।



