ঊনকোটি জেলায় কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত পশ্চিম মসাউলি উপস্বাস্থ্যকেন্দ্রে গত ১১ মে গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা – নিরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে পশ্চিম মসাউলি উপস্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার আগমনী দেব মোট ১০ জন গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষা করেন । পাশাপাশি গর্ভবতী মায়ের প্রাক প্রসবকালীন চারটি এ এন সি চেকআপ সহ রক্তাল্পতা রোধে নিয়মিত আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন , আয়োডিন ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিরোধের উপায় , গর্ভবর্তী মা ও শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা , জননী সুরক্ষা যোজনা নিয়েও আলোচনা করেন এবং করোনা সংক্রমণ রোধে সবাইকে সরকার নির্দেশিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন । তাছাড়া এই কর্মসূচিতে এমপিডব্লিও অর্পিতা ধর ও এলাকার আশাকর্মীগণ উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



