দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গতকাল এলাকার কৃষকদের নিয়ে সুসংহত পদ্ধতিতে গাছের রোগ ও পোকা দমনে এক কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় । কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করে খোয়াই মহকুমা শাসক অসিত কুমার দাস বলেন , সরকার কৃষকদের স্বার্থে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে । এর সুফল গ্রহণ করার সাথে সাথে জৈব পদ্ধতিতে চাষাবাদ করে নিজেদের স্বনির্ভর করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান । সম্মেলনে বিশেষ অতিথির ভাষণে ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড . মুকেশ সেহগল বলেন , কৃষকদের আয় বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতার সাথে সাথে রাসায়নিক মুক্ত চাষাবাদ , বীজ চয়ন ও নার্সারীতে মন সংযোগ করে বিজ্ঞানভিত্তিক ফলন বাড়াতে হবে । স্বাগত ভাষণ দেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ড . মনোজ সিং সাঁচান । সম্মেলনে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিদ্যা বিশেষজ্ঞ ড . শুভ্রাশীল , উদ্ভিদ বিদ্যা বিশেষজ্ঞ অর্ধেন্দু চক্রবর্তী ও কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ ড . রাজীব দাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সুসংহত পদ্ধতিতে গাছের রোগ ও পোকা দমন , চাষাবাদে মাটি পরীক্ষা , বীজতলা তৈরি ইত্যাদি বিষয় উপস্থাপন করেন । সম্মেলন শেষে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অতিথিগণ ১০০ জন কৃষককে বীজ সংরক্ষণ ব্যাগ , ২ জনকে স্প্রে মেশিন , ৫০ জন কৃষককে ১ কিলোগ্রাম করে উচ্চফলনশীল ধান বীজ ইত্যাদি প্রদান করেন ।



