ঊনকোটি জিলা পরিষদের কনফারেন্স হলে গত ১৮ মে জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সুখেন্দু দাস । সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস , সহকারি সভাধিপতি শ্যামল দাস , কমিটির অন্যান্য সদস্য ও সদস্যাগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ । সভায় কৃষি দপ্তরের সহ অধিকর্তা অনিরুদ্ধ ভট্টাচার্য জানান , প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জেলার ১৫ , ১৫৪ জন কৃষক উপকৃত হচ্ছেন । জিলা পরিষদের ফান্ড থেকে ভর্তুর্কীতে কৃষকদের ৬৫ টি পাম্পসেট দেওয়া হয়েছে । উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের প্রতিনিধি জানান , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২১২২ অর্থবছরে ১২,৮২৩ টি পরিবারের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা প্রদান করা হয়েছে । জেলার প্রতিটি ব্লকে ২ টি করে মোট ৮ টি পুকুর খনন করা হয়েছে । প্রতিটি পুকুর খননে ব্যয় হয়েছে ৯০,০০০ টাকা । জেলায় ১০ টি ভার্মি কম্পোস্ট বেড তৈরি করা হয়েছে । জেলায় কৃষকদের মধ্যে ৫৫ হাজার কেজি আলু বীজ বিতরণ করা হয়েছে । প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ডা . সমীরণ সিনহা জানান , জেলায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৩২৫ টি শূকর , ১৭৮ টি ছাগল বিতরণ করা হয়েছে । মৎস্য দপ্তরের উপঅধিকর্তা জানান , জেলায় ৩০ জন মৎস্য মিত্র নিয়োগ করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে । এছাড়াও জেলায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ৫,০৭৭ টি মৎস্যচাষী পরিবারকে ৫০০ টি করে মাছের পোনা দেওয়া হয়েছে । এতে ব্যয় হয়েছে ৪ লক্ষ ৮৪ হাজার টাকা । সভায় জলসম্পদ দপ্তরের আধিকারিক জানান , পেঁচারথল ব্লকে নতুন ৩ টি ডিপটিউবওয়েল খনন করা হবে । সভায় সিদ্ধান্ত হয় , উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে জিলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণের একটি যৌথ টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ।



