Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলদলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন পাড়ায় স্বাস্থ্য শিবির

দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন পাড়ায় স্বাস্থ্য শিবির

গন্ডাতুইসা মহকুমার অন্তর্গত দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গিরাচন্দ্র পাড়ায় গত ১৪ মে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ২৬ জন এলাকাবাসীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । এরমধ্যে জ্বরের উপসর্গ ছিল একজনের , পেটের সমস্যা ছিল একজনের এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । এই শিবিরে জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদেরকে ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে রক্ত পরীক্ষা করা হয় , সবার রিপোর্টই নেগেটিভ ছিল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার সুমেন গোপ ও এলাকার আশাকর্মী । এছাড়াও এদিন উক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত রতননগর বাজারেও এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । তাতে মোট ১০১ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । এর মধ্যে জ্বরের উপসর্গ ছিল আট জনের , সর্দি ও কাশি ছিল ১০ জনের , পেটের সমস্যা ছিল ১৮ জনের এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । স্বাস্থ্যকর্মীরা জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদের ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে রক্তের নমুনা পরীক্ষা করা হয় , তাতে কারোর মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ কুম্ৰাং দেববর্মা , কমিউনিটি হেলথ অফিসার মহম্মদ আমেদ উদ্দিন , এমপিডব্লিও রিপন শীল , ল্যাব টেকনেশিয়ান সুমন জয় রিয়াং , জিডিএ জীবন পোদ্দার ও এলাকার আশাকর্মী । উক্ত শিবিরগুলিতে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকলকে আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের সুবিধা সমূহ , শিশুদের নিয়মিত টিকা করানোর উপকারিতা , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেক আপ করানো , ডায়ারিয়া , ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগ প্রতিরোধের উপায় এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য