Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যউজ্জ্বয়ন্ত প্রাসাদে আন্তর্জাতিক যাদুঘর দিবস উদযাপন

উজ্জ্বয়ন্ত প্রাসাদে আন্তর্জাতিক যাদুঘর দিবস উদযাপন

বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উজ্জ্বয়ন্ত প্রাসাদে আন্তর্জাতিক যাদুঘর দিবস উদযাপন করা হয় । ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে । এবছর আন্তর্জাতিক মিউজিয়াম বা যাদুঘর দিবসের মূল ভাবনা হলো- ‘ দি পাওয়ার অফ মিউজিয়াম ’ । প্রদীপ জ্বেলে এই আন্তর্জাতিক মিউজিয়াম দিবসের উদ্বোধন করে পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা বলেন , যাদুঘর অতীত ইতিহাসকে জাগ্রত করে । যাদুঘর হাজার হাজার বছরের ইতিহাস , স্থাপত্য শিল্প প্রভৃতিকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করে । আগে কোথায় ছিলাম , ভবিষ্যৎকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে পথ নির্দেশ করে । তিনি বলেন , পুস্পবন্ত প্রাসাদকে ডিজিটাল মিউজিয়াম করার পরিকল্পনা নেওয়া হয়েছে । তাছাড়া বক্তব্য রাখেন মিউজিয়ামের কিউরেটর সম্পা মির্ধা এবং ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি কান্তি দেব । স্বাগত ভাষণ দেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার দেববর্মা । উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা অর্ঘ্য সাহা , ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমিত সাহা , জিঞ্জার হোটেলের প্রতিনিধি পার্থ সারথী নাথ প্রমুখ । উল্লেখ্য , আন্তর্জাতিক যাদুঘর দিবসের অঙ্গ হিসেবে গত ১৬-১৭ মে উজ্জ্বয়ন্ত প্রাসাদে আগরতলা আর্ট কলেজের মোট ৪১ জন ছাত্রছাত্রী ‘ প্রত্নতাত্বিক বস্তুর স্টাডি ’ শীর্ষক অংকন প্রতিযোগিতায় অংশ নেয় । এতে ১ ম , ২ য় , ৩ য় , ৪ র্থ এবং ৫ ম হয়েছে যথাক্রমে সত্যজিৎ চ্যাটার্জী , সোহম রাজা , দেবাঞ্জন মাইতি , রাজেশ সোম ও বিজিত সিনহা । তাদের প্রত্যেককে নগদ ২০০০ টাকা ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয় । অন্যান্যদের দেওয়া হয় শংসাপত্র । এছাড়া আজ এখানে ৬-৯ , ৯-১২ এবং ১২-১৬ বছর বয়সী তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতায় মোট ২২০ জন ছাত্রছাত্রী অংশ নেয় । এতে প্রত্যেক গ্রুপের সেরা ৫ জনকে ট্রফি ও শংসাপত্র দেওয়া হয় । অবশিষ্টদের শুধু শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় । অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে আগরতলা শহর ও শহরতলীর ৫০ জন শিল্পী বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য