এডিসি -তে ক্ষমতায় থাকা তিপ্রামথা দলের শাসনকালে প্রত্যন্ত এলাকা গুলির জনজাতি মানুষজনরা মৌলিক পরিষেবা গুলি থেকে বঞ্চিত। স্বাস্থ্য, শিক্ষা,যাতায়াত, পানীয় জল এর মত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি থেকে বঞ্চিত হতদরিদ্র জনজাতিরা। অথচ দেশ স্বাধীন হয়েছে 75 বছর অতিক্রম হওয়ার পথে। তবে কি এডিসি প্রশাসন আছে, নাকি প্রশাসন অস্তিত্বহীন। এটা জনজাতি অংশের মানুষজনরা জানতে চায়। ক্ষমতার দম্ভে অতি অহংকারী হয়ে উঠেছে রাজ্যের তিপ্রা মথা নামক আঞ্চলিক দলের নেতৃত্বরা। এমনটা অভিযোগ প্রত্যন্ত এলাকার জনজাতিদের। ঘটনা, মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে তুইকর্ম এডিসি ভিলেজের শুভানন্দ পাড়ায়। এই জনজাতি এলাকায় প্রায় ১৬০ পরিবার উপজাতিদের বসবাস। তারা পানীয় জল, স্বাস্থ্য,শিক্ষা, বিদ্যুৎ,রাস্তাঘাটের মতো গুরুত্বপূর্ণ মৌলিক পরিষেবাগুলি থেকে বঞ্চিত। এই বঞ্চনার ইতিকথা জানে এডিসি প্রশাসনের আমলারাও। অভিযোগ এলাকায় পানীয় জলের সুব্যবস্থা না থাকার কারণে এলাকার মানুষজনরা ছড়া কিংবা কাঁচা কুঁয়োর নোংরা জল দিয়ে জল তেষ্টা নিবারণ করতে হচ্ছে। ফলে সময়ে সময়ে এলাকার মানুষজনদের মধ্যে জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অন্যদিকে এলাকায় রাস্তাঘাটের এতটাই করুণ দশা যা মানুষজনরা যাতায়াত কালে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে নিত্যদিন। আর বিদ্যুৎ ব্যবস্থা এলাকায় থাকলেও অনেকটা না থাকার মতো। অথচ এডিসি এলাকাগুলিতে তিপ্রামথা আঞ্চলিক দলের নেতৃত্ব উন্নয়নের ঢাক পেটাচ্ছে। কিন্তু বাস্তবে একেবারে অশ্ব ডিম্ব।



