Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইল২০২১-২২ অর্থবর্ষে পশ্চিম জেলায় ১৪৪ টি প্রাণী চিকিৎসা শিবির

২০২১-২২ অর্থবর্ষে পশ্চিম জেলায় ১৪৪ টি প্রাণী চিকিৎসা শিবির

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২১-২২ অর্থবর্ষে জেলার বিভিন্ন ব্লক ও আগরতলা পুরনিগম এলাকায় ১৪৪ টি প্রাণী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় । এই শিবিরগুলির মাধ্যমে ৫ লক্ষ ৬২ হাজার ৪৯৭ টি গবাদি পশু ও পাখির চিকিৎসা করে প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়েছে । এরমধ্যে মোহনপুর ব্লকের ৫৮,১৭০ টি , বামুটিয়া ব্লকের ৬৩৯০৮ টি , লেফুঙ্গা ব্লকের ৩৭০৪ টি , হেজামারা ব্লকের ২৮,৬৫০ টি , পুরাতন আগরতলা ব্লকের ৫৫২৫৫ টি , জিরানীয়া ব্লকের ৯৯৬৫৪ টি , ডুকলি ব্লকের ১০৮৬৭৫ টি , বেলবাড়ি ব্লকের ৩১৮৭০ টি , মান্দাই ব্লকের ৫২৩৭৮ টি এবং আগরতলা পুরনিগম এলাকার ৬০২৩৩ টি গবাদি পশু ও পাখির চিকিৎসা করা হয়েছে । পশ্চিম জেলা প্রাণী সম্পদ বিকাশ উপঅধিকর্তার কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য