Friday, January 23, 2026
বাড়িখবরলাইফ স্টাইলভিকি কৌশলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন বাবা শ্যাম কৌশল...

ভিকি কৌশলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন বাবা শ্যাম কৌশল ও ভাই সানি কৌশল

জীবন খাতায় আরও এক অধ্যায় পূর্ণ করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, হার্টথ্রবও। ২০১৫ সালে বলিউডে পা রাখা ভিকি এখন সকলের মনে বাস করছে। সৌজন্যে অবশ্যই তাঁর দুর্দান্ত অভিনয় ক্ষমতা। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন বাবা শ্যাম কৌশল ও ভাই সানি কৌশল।বড় ছেলের জন্মদিনে একটি পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বলিউডের স্টান্ট মাস্টার শ্যাম কৌশল। প্রথম ছবিতে জোয়ান বয়সের শ্যাম কৌশল। কোলে খুদে ভিকি। আর তার পাশের ছবিতে বাবাকে ছাড়িয়ে গেছে সে। বর্তমান ও পুরনোর দুটি ছবি কোলাজ করে মিষ্টি ক্যাপশনে ছেলেকে ভালবাসা জানান তিনি। ক্যাপশনে লেখেন, ‘পুত্তর (ছেলে), তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালবাসা ও আশীর্বাদ। তোমার মতো সন্তান পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। রব রাখা।’অন্যদিকে দাদাকে শুভেচ্ছা জানালেন ভাই ও অভিনেতা সানি কৌশলও। ভিকির বিয়ের অনুষ্ঠানেরই একটি অদেখা ছবি পোস্ট করে সানি লেখেন ‘জন্মদিনের শুভেচ্ছা মেরি জান’। দুই ভাইয়ের সম্পর্ক যে বেশ মজার তা তাঁদের পোস্ট দেখে আগেও বোঝা গিয়েছিল, আবারও স্পষ্ট হল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য