বিশালগড় মহকুমা হাসপাতাল এবং বিশালগড় প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল বিশালগড় মহকুমা হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে পালন করা হয় । প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা . জ্যোতির্ময় দাস ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী নিয়ে আলোচনা করেন । তাছাড়া বক্তব্য রাখেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম । অনুষ্ঠানে বিশালগড় মহকুমা হাসপাতালের নার্সদের পুষ্পস্তবক ও উপহার দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকগণ , স্বাস্থ্যকর্মীগণ সহ বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিকগণ ।



