পদ্মবিল ব্লকে গত অর্থবছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২৮০ টি জনজাতি পরিবারকে মোরগ পালনে সহায়তা দেওয়া হয়েছে । সুবিধাভোগী পরিবারগুলিকে ১০ টি করে মোরগ দেওয়া হয় । এই যোজনায় ব্লকের ৭০ টি পরিবারকে হাঁস পালনে সহায়তা দেওয়া হয়েছে । সুবিধাভোগী পরিবারগুলিকে ১০ টি করে হাঁস দেওয়া হয়েছে । এই দু’টি কর্মসূচিতেই সুবিধাভোগী পরিবারগুলিকে মোরগ ও হাঁস পালনের সহায়ক সামগ্রীও দেওয়া হয় । এজন্য ব্যয় হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার টাকা । তাছাড়াও ব্লকের ৫০ টি পরিবারকে ছাগল ও ১০০ টি পরিবারকে শূকর পালনে সহায়তা দেওয়া হয়েছে । পদ্মবিল ব্লক প্রাণীসম্পদ বিকাশ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয় ।



