আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলীয় শক্তিকে আরো বৃদ্ধির লক্ষ্যে একের পর এক কর্মসূচী হাতে নিচ্ছে শাসক দল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা। খোয়াই জেলার সাতটি জোনের মধ্যে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একটি জোনের ৬টি বুথের যুব মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে চামপ্লাই কমিউনিটি হলে ১বুথ ২০ ইউথ বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সমীর দাস, বিজন কর, সহ মন্ডল সভাপতি টুটন দেব এবং যুব মোর্চা সভাপতি সাগর সরকার সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে বলতে গিয়ে খোয়াই জেলার নেতৃত্ব সমীর দাস বলেন, বর্তমান উন্নয়নমুখী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলি করে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে এবং আগামী 20২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠনের সাংগঠনিক শক্তি কে আরো বৃদ্ধির লক্ষ্যে এদিনের যুব মোর্চার এই বৈঠক। তাছাড়া এদিনের যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠক কে কেন্দ্র করে উপস্থিত যুবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।



