বিশালগড় ব্লকের ৩৩ টি পঞ্চায়েতের ৬০ জন মহিলা সুবিধাভোগীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । সিপাহীজলা জিলা পরিষদে অর্থানুকূল্যে এই সেলাই মেশিনগুলি দেওয়া হয় । বিশালগড় পঞ্চায়েত সমিতি হলে এই অনুষ্ঠানের সূচনা করে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন , বর্তমান রাজ্য সরকার জনগণের স্বার্থে স্বচ্ছ দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করছে । সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়ণের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের জীবনমান উন্নত করার প্রয়াসই এর উৎকৃষ্ট উদাহরণ । তিনি আরও বলেন , মহিলারা আত্মনির্ভর হলে দেশ ও রাজ্য আত্মনির্ভর হবে । তাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য মহিলাদের আত্মনির্ভর করার দিকে বিশেষ জোর দিয়েছেন । অনুষ্ঠানে সভাপতির ভাষণে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা বলেন , বেটি বাঁচাও বেটি পড়াও , প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা , সুকন্যা সমৃদ্ধি যোজনার মত প্রকল্প গ্রহণের মাধ্যমে রাজ্যের মহিলাদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশালগড় ব্লকের বিডিও অমিত কর্মকার । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সামজসেবী রামকৃষ্ণ সাহা ।



