চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিদ্যাজ্যোতি বিদ্যালয় মিশনের ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্বাগত অনুষ্ঠান। সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যাজ্যোতি বিদ্যালয় মিশনের ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাস সহ অন্যান্যরা। বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি মিশনের আওতায় প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানোর অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম অব্যবস্থাপনা পরিলক্ষিত হল এদিন। অনুষ্ঠান শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল আটটা থাকলেও নির্ধারিত সময় থেকে প্রায় দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা পর শুরু হল অনুষ্ঠান। ফলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমনকি দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের একটা অংশ অনুষ্ঠানে ছেড়ে চলে যায়। পরবর্তীতে বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার মানুষজনদের ডেকে এনে ফাঁকা অনুষ্ঠানের কক্ষ ভরানোর করার চেষ্টা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল বাবু চিঠি দিয়ে সাংবাদিকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে থাকলেও, সাংবাদিকদের সঙ্গে সৌজন্যতা দেখানো তো অনেক দূরের কথা, বসার জায়গা টুকু দেওয়ার প্রয়োজন বোধ করেনি। চরম অব্যবস্থাপনা মধ্য দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের এই অনুষ্ঠান উদযাপন -কে কেন্দ্র করে সকলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল জুড়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, যে জায়গায় বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি মিশনে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাতে এত অব্যবস্থাপনা, সেই জায়গায় আগামী দিন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি মিশনের আওতায় ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কতটা সঠিক শিক্ষা দানে সফল হবে বিদ্যালয় কর্তৃপক্ষ এটাই এখন লাখ টাকার প্রশ্ন।।



