Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা পশ্চিম ত্রিপুরা জেলায় ২৮,৪৭৭ টি পরিবারকে প্রাণী পালনে...

মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা পশ্চিম ত্রিপুরা জেলায় ২৮,৪৭৭ টি পরিবারকে প্রাণী পালনে সহায়তা

মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গত অর্থ বছরে রাজ্যের ৮ জেলার ২৮,৪৭৭ টি পরিবারকে প্রাণী পালনে সহায়তা দেওয়া হয়েছে । এরমধ্যে ১৬,৩০২ টি পরিবারকে মোরগ পালনে , ৩,৯৪৫ টি পরিবারকে হাঁস পালনে , ৬,৪৮৯ টি পরিবারকে শূকর পালনে এবং ২,৭৪৩ টি পরিবারকে ছাগল পালনে সহায়তা দেওয়া হয় । এই যোজনায় পশ্চিম ত্রিপুরা জেলায় ৪,০৯৫ টি , সিপাহীজলা জেলায় ৪,০১৮ টি , গোমতী জেলায় ৩ , ১৮০ টি , দক্ষিণ ত্রিপুরা জেলায় ২,৮৫০ টি , খোয়াই জেলায় ২,২৭৭ টি , ঊনকোটি জেলায় ৩,৮ ১০ টি , উত্তর ত্রিপুরা জেলায় ৩,৮৩৪ টি এবং ধলাই জেলায় ৪,৪১৩ টি পরিবার উপকৃত হয়েছেন । প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য