প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বিশালগড় ব্লকে দু’টি মৎস্যজীবী পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে । ব্লকের গকুলনগর , কৃষ্ণকিশোর নগর গ্রামপঞ্চায়েতে দু’টি মৎস্যজীবী পরিবারকে অটো ও আইস বক্স দেওয়া হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা । আজ বিশালগড় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে মৎস্যজীবী পরিবারের হাতে সহায়তাগুলি তুলে দেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা , মৎস্য দপ্তরের উপঅধিকর্তা ক্ষিতীশ দেববর্মা ও বিশালগড় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক শ্যামল রায় ।



