Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী পঞ্চাশোর্ধ এক ব্যক্তি

ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী পঞ্চাশোর্ধ এক ব্যক্তি

একদিকে আর্থিক দুর্বলতা, অন্যদিকে ব্যাংকের ঋণ পরিশোধের চাপ। এই দুয়ের চাপ সহ্য করতে না পেরে অবশেষে নিজের গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ চৌধুরীর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি বৈশ্য টিলা এলাকায় বুধবার। সংবাদে জানা যায়, আত্মঘাতী বিশ্বজিৎ চৌধুরী শিক্ষিত এক ব্যক্তি। বিগত কয়েক বছর পূর্বে কোন এক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিল। ঋণ পরিশোধের জন্য বারবার নোটিশ পাঠানো হচ্ছিল তার কাছে। একদিকে আর্থিক দুর্বলতা পাশাপাশি সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তার। তার মধ্যে ব্যাংকের ঋণ পরিশোধের চিন্তা। গতকাল তথা মঙ্গলবার আত্নঘাতী বিশ্বজিৎ চৌধুরী তার বোনের বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে যথারীতি নিজ বাড়িতে চলে আসে। প্রতিদিনের মতো সে নিজের ঘরে ঘুমিয়ে থাকে। রাতের কোনো এক সময় নিজ বাড়ির পাশে এক গাছের ডালে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে বাড়ির লোকেরা তাকে ঘরে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা দেখতে পায় বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিশ্বজিৎ চৌধুরী। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজন খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। খবর পেয়ে তেলিয়ামুড়া পুলিশ ঘটনাস্থল থেকে মৃত বিশ্বজিৎ চৌধুরীর মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তার এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য