খোয়াই জেলার আওতাধীন মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন ৪৩ মাইল উপস্বাস্থ্যকেন্দ্র এলাকার আঠারমুড়া পাহাড়ের কুমারাই পাড়ায় গত ৬ মে এক ম্যালেরিয়া নিয়ে এক সচেতনতামূলক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । এই শিবিরে মোট ৩৩ জন অংশগ্রহণ করেন । এর মধ্যে জ্বরের উপসর্গযুক্ত মোট ২০ জনের ম্যালেরিয়া শনাক্তকরণে আরডিটি কিট দ্বারা রক্ত পরীক্ষা করা হয় । তবে সবার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় ।। উক্ত শিবিরে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে সবাইকে নিয়মিত মশারি ব্যবহার করা , ডিটিটি স্প্রে করা , বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা , ছেলেমেয়েদের সারা শরীর ঢাকা জামা কাপড় পরিধান করানো এবং জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



