Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যতিন দিনব্যাপী রাজর্ষি উৎসবের উদ্বোধন কবিগুরুর কবিতা - গান - সাহিত্য মানুষকে...

তিন দিনব্যাপী রাজর্ষি উৎসবের উদ্বোধন কবিগুরুর কবিতা – গান – সাহিত্য মানুষকে সমস্যা সমাধানের পথ দেখায় : কৃষিমন্ত্রী

চন্দ্র – সূর্য যতদিন থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ততদিন আমাদের মাঝে থাকবেন । তিনি বাঙালীর অলঙ্কার । কবিগুরু বিশ্ববাসীদের কাছে বাঙালীকে তুলে ধরেছেন । উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী রাজর্ষি উৎসব ও মেলার উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় । অনুষ্ঠানে তিনি আরও বলেন , কবিগুরুর কবিতা – গান – সাহিত্য মানুষকে সমস্যা সমাধানের পথ দেখায় । চার প্রজন্মের রাজাদের সঙ্গে সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের । কবিগুরুর মৃত্যুর ঠিক তিন মাস আগে ত্রিপুরার রাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন । তিনি বলেন , রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সুসম্পর্ক ছিল । অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন , আমরা খুব ভাগ্যবান রবীন্দ্রনাথ ঠাকুর ভুবনেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে লিখেছেন রাজর্ষি উপন্যাস । রাজ্য সরকার ভুবনেশ্বরী মন্দির সহ সকল পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তুলতে পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে । রাজ্য সরকার ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২ কোটি ৫১ লক্ষ টাকার প্রকল্প হাতে নিয়েছে । খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে । অনুষ্ঠানে সম্মানিত অতিথি বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন , ভারতের দর্শন , দেশপ্রেম , জাতীয়তাবাদী চিন্তাধারার জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর । তিনি বলেন , রবীন্দ্রনাথের লেখার মধ্যে সকল সমস্যার সমাধান আছে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্ৰ মজুমদার এবং জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা মনোজ দেববর্মা । স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় । তাছাড়াও আজ সকালে উদয়পুর টাউনহল প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয় । পুষ্পার্ঘ্য অর্পণ করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার , মহকুমা শাসক অনিরুদ্ধ রায় প্রমুখ । তাছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে । সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয় । পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । রাজর্ষি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা , গ্রামীণ ক্রীড়া ও স্বাস্থ্য শিবির । তাছাড়া তিন দিনব্যাপী রাজর্ষি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে ত্রিপুরা সহ কলকাতার শিল্পীগণ অংশগ্রহণ করবেন । মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে খোলায় হয়েছে প্রদর্শনী মন্ডপ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য