Wednesday, December 3, 2025
বাড়িখবরলাইফ স্টাইলবলিউড সুপারস্টার শাহরুখ খানের বাংলো মন্নতের একেবারে পাশের বহুতলে ভয়াবহ আগুন।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাংলো মন্নতের একেবারে পাশের বহুতলে ভয়াবহ আগুন।

এদিন একুশ তলার এই বহুতলের পনেরো তলায় আগুন লাগে বলে জানা গিয়েছে।বিভিন্ন সূত্রে খবর, বলিউডের বাদশা শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মন্নতের ঠিক পাশের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। একুশ তলার এই বহুতলের পনেরো তলায় আগুন লেগে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জন। পাশাপাশি অ্যাম্বুলেন্সও রয়েছে সেখানে। বিদ্যুৎ বিভাগের কর্মীরাও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে এমনটাই।প্রসঙ্গত, গত ২ বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের ‘ইদ দর্শন’ স্থগিত ছিল। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে শাহরুখ তাঁর ভক্তদের শুভেচ্ছা জানাতেন। ২০২০ সালে খুদে আব্রামের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। গত বছর একটি সাদা-কালো সেলফি পোস্ট করেন। এদিন নীল টি-শার্ট ও ডেনিম প্যান্টে দেখা গেল তাঁকে। ২০২২ সালের ইদ আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন কিং খান। তাঁর বাড়ি ‘মন্নত’-এর সেই বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনে ভিড় করা অগুন্তি অনুরাগীদের উদ্দেশে জানান ইদের শুভেচ্ছা। ঠিক যেমন বছর দুই আগে পর্যন্ত একটা নিয়মের মতো করতেন এই কাজ। ইদের দিন সকাল থেকে ‘মন্নত’-এর সামনে লোকে-লোকারণ্য। এ যেন সিনেপ্রেমীদের কাছে খুবই চেনা দৃশ্য। তারপর এক বিশেষ সময়ে ব্যালকনিতে আসবেন বাদশা! ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন, ভালবাসা পাঠাবেন, কখনও করজোড়ে প্রণাম তো কখনও সেলাম। সেই চেনা দৃশ্য ফের দেখা গেল মঙ্গলবার। জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন। তুললেন সেলফিও। পোস্ট করলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, ‘ইদে তোমাদের সকলের সঙ্গে দেখা করতে খুব ভাল লাগে… আল্লাহ তোমাদের সকলকে ভালবাসা, আনন্দ দিন। ইদ মুবারক।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য