Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যমানসিকতার পরিচয় দিল তেলিয়ামুড়া শহরের আট-দশ জন উঠতি বয়সের যুবক

মানসিকতার পরিচয় দিল তেলিয়ামুড়া শহরের আট-দশ জন উঠতি বয়সের যুবক

মানসিকতা থাকলে সবকিছু সম্ভব। আর সেই মানসিকতার পরিচয় দিল তেলিয়ামুড়া শহরের আট-দশ জন উঠতি বয়সের যুবক মিলে। রাত তখন ০৯:৩০। খবর যাই হোক না কেন তেলিয়ামুড়া শহর এলাকার দুস্ত, গরিব মানুষদের পাশাপাশি ভবঘুরদের জন্য প্রতিদিন নৈশকালীন ভোজের যোগান দিয়ে থাকে তেলিয়ামুড়া শহরের শুভবুদ্ধি সম্পন্ন কয়েকজন উঠতি বয়সের যুবক মিলে।
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত যাদের ঘর অর্থাৎ ভবঘুরে বন্ধুদের জন্য প্রতিনিয়ত সজাগ তেলিয়ামুড়ার আট-দশজন যুবক। জানা গিয়েছে, গতকাল তথা রবিবার দুপুরে এক ভবঘুরে মহিলা কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিল।যার চিকিৎসা চলছে বর্তমানে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। সেই ভবঘুরে মহিলা চিকিৎসাধীন থাকার খবর পৌঁছায় সমাজের শুভবুদ্ধি সম্পন্ন ওই আট-দশজন যুবকের নিকট। খবর পেয়ে চিকিৎসাধীন ভবঘুরে ওই মহিলার খোঁজ-খবর নিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতলে ছুটে যায় তারা । চিকিৎসাধীন ওই ভবঘুরে মহিলার চিকিৎসা সম্পূর্ণ খরচ সহ খাবারের ব্যবস্থা করেছে তেলিয়ামুড়ার ওই সকল শুভবুদ্ধি সম্পন্ন যুবকরা মিলে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে।সত্যি, বর্তমান সমাজের এই উদ্যমী যুবকেরা সমাজ সেবার মানসিকতার পরিচয় দিয়ে এক নজির স্থাপন করছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য