Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যবন কর্মীদের উপর হামলার ঘটনার অভিযোগ মূলে গ্রেপ্তার তিন বনদস্যু'কে

বন কর্মীদের উপর হামলার ঘটনার অভিযোগ মূলে গ্রেপ্তার তিন বনদস্যু’কে

মুঙ্গিয়াকামী শালবাগান এলাকায় বন কর্মীদের উপর হামলার ঘটনায় তেলিয়ামুড়া বনদপ্তরের অভিযোগ মূলে গ্রেপ্তার করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত তিন বনদস্যু’কে। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, গত ৭ ই এপ্রিল অর্থাৎ শনিবার তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা নিজেদের কর্তব্য পালনের জন্য মুঙ্গিয়াকামী থানা এলাকার শালবাগান স্থিত ৩৬ মাইল এলাকা থেকে একটি কাঠ বোঝাই গাড়ি আটক করে তেলিয়ামুড়া ফরেস্ট অফিসে নিয়ে আসার পথে বন কর্মীদের উপর বনদস্যুদের ছত্রছায়ায় লালিত-পালিত একদল উশৃংখল যুবক সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে তিনজন বনকর্মী আহত হয়েছিল, এর মধ্যে ফরেস্ট গার্ড শঙ্কর গোয়ালা (৫৮) গুরুতরভাবে আহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত ১০ বনদস্যুদের নাম-ধাম সহ আরও ৫০ জনের বিরুদ্ধে মুঙ্গিয়াকামী থানায় তেলিয়ামুড়া বনদপ্তর থেকে একটি মামলা করা হয়।যার মামলা নম্বর হলো ১৬/২০২২ U/C-৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/৫০৬/৩৪/১২৪(B) ধারা মূলে একটি মামলা নিয়ে তদন্তে নেমে রবিবার রাতেই এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জন বনদস্যুকে আটক করে। এই তিনজন বনদস্যু যথাক্রমে অলেন দেববর্মা, গৌতম দেববর্মা ও সঞ্জিত দেববর্মা। তাদেরকে রবিবার রাতে নিজ বাড়ি থেকে আটক করে নিরাপত্তার জন্য তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। সোমবার দুপুর ২ টা নাগাদ এই ঘটনার সঙ্গে জড়িত ৩জন অভিযুক্ত’কে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে খোয়াই আদালতে প্রেরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য